Hours : Sun To Thu - 10AM - 05PM, Fri-Sat Closed
Latest News
23.Dec.2024

About Us

Welcome to School

Kamalpur High School

কামালপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্বশত। শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির মূল্যবান সম্পদ। সম্ভবতঃ এই উদ্দেশ্যকে সামনে রেখে ও অত্রাঞ্চলের দীর্ঘদিনের আপামর অশিক্ষিত জনতার লালিত স্বপ্ন ও যুগের চাহিদার নিরিখে তৎকালীন পাকিস্থান রাষ্ট্রের ক্রান্তিলগ্নে নিভৃত পল্লীর বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ আকস্মিক একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। তবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে কাহিনী ও জড়িত আছে।একক কোন দাতা না থাকায় গ্রামের নামানুসারেই নামকরণ করা হয় কামালপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে কামালপুর উচ্চ বিদ্যালয় এ উন্নীত করা হয়। প্রতিষ্ঠানটির ০১/০১/১৯৬৭ খ্রিষ্টাব্দ যে, প্রতিষ্ঠার দিন ও তারিখ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু প্রকৃত দিন ও তারিখ ছিল ০১/০১/১৯৬৮ খ্রিষ্টাব্দ। কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অত্রগ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী দাতাদের নিকট হতে কিছু জমি অধিগ্রহণ করা হয়। অত্রাঞ্চলের তৎকালীন গন্যমাণ্য ও সর্বসাধারণের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি বেশ সোরেই অগ্রযাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রথম ০১/০১/১৯৬৯ খ্রিষ্টাব্দে জুনিয়র ও ০১/০১/১৯৭১ খ্রিষ্টাব্দে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। সে সময়ের অত্রাঞ্চলের এক মাত্র আই,এ পাস ব্যক্তি প্রয়াতঃ মোহাঃ তোসলিমউদ্দিন (গাজলু) ও ডাঃ মোঃ মাহাতাবউদ্দিন (প্রধান শিক্ষক) কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সূচনালগ্নের সাংগাঠনিক দায়-দায়িত্ব সহ শিক্ষকতার অগ্রণী ভূমিকা রাখেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় হতে দীঘদিন যাবত পার্শ্ববর্তী গ্রামাঞ্চল হতে বিভিন্ন মৌসুমে ফসলাদি সংগ্রহ করে শিক্ষক ও অন্যান্য কমর্চারীর বেতন ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ করা হত। এমনকি বহিরাগত ছাত্র-শিক্ষকদের ও বিত্তশালী ব্যক্তিদের বাড়ীতে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হত। পরবর্তী ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি অনুকুল পরিবেশ রক্ষার মতামতের ভিত্তিতে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণে বর্তমান স্থানটিতে স্থানান্তরিত করা হয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারী নীতিমালা ও পরিপত্র মোতাবেক অনুযায়ী শিক্ষক, কর্মচারী ওপরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।