কামালপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্বশত। শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির মূল্যবান সম্পদ। সম্ভবতঃ এই উদ্দেশ্যকে সামনে রেখে ও অত্রাঞ্চলের দীর্ঘদিনের আপামর অশিক্ষিত জনতার লালিত স্বপ্ন ও যুগের চাহিদার নিরিখে তৎকালীন পাকিস্থান রাষ্ট্রের ক্রান্তিলগ্নে নিভৃত পল্লীর বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ আকস্মিক একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। তবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে কাহিনী ও জড়িত আছে।একক কোন দাতা না থাকায় গ্রামের নামানুসারেই নামকরণ করা হয় কামালপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে কামালপুর উচ্চ বিদ্যালয় এ উন্নীত করা হয়। প্রতিষ্ঠানটির ০১/০১/১৯৬৭ খ্রিষ্টাব্দ যে, প্রতিষ্ঠার দিন ও তারিখ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু প্রকৃত দিন ও তারিখ ছিল ০১/০১/১৯৬৮ খ্রিষ্টাব্দ। কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অত্রগ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী দাতাদের নিকট হতে কিছু জমি অধিগ্রহণ করা হয়। অত্রাঞ্চলের তৎকালীন গন্যমাণ্য ও সর্বসাধারণের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি বেশ সোরেই অগ্রযাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রথম ০১/০১/১৯৬৯ খ্রিষ্টাব্দে জুনিয়র ও ০১/০১/১৯৭১ খ্রিষ্টাব্দে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। সে সময়ের অত্রাঞ্চলের এক মাত্র আই,এ পাস ব্যক্তি প্রয়াতঃ মোহাঃ তোসলিমউদ্দিন (গাজলু) ও ডাঃ মোঃ মাহাতাবউদ্দিন (প্রধান শিক্ষক) কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সূচনালগ্নের সাংগাঠনিক দায়-দায়িত্ব সহ শিক্ষকতার অগ্রণী ভূমিকা রাখেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় হতে দীঘদিন যাবত পার্শ্ববর্তী গ্রামাঞ্চল হতে বিভিন্ন মৌসুমে ফসলাদি সংগ্রহ করে শিক্ষক ও অন্যান্য কমর্চারীর বেতন ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ করা হত। এমনকি বহিরাগত ছাত্র-শিক্ষকদের ও বিত্তশালী ব্যক্তিদের বাড়ীতে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হত। পরবর্তী ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি অনুকুল পরিবেশ রক্ষার মতামতের ভিত্তিতে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণে বর্তমান স্থানটিতে স্থানান্তরিত করা হয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারী নীতিমালা ও পরিপত্র মোতাবেক অনুযায়ী শিক্ষক, কর্মচারী ওপরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।
Making it look like readable English. Many desktop publishing packages and web page editors now use Lorem Ipsum as their default model text.
Modern Book Library: A contemporary haven for avid readers, offering a diverse collection of books to satisfy every literary taste and curiosity.
Science lab is a controlled environment designed for scientific experiments and research. It includes specialized equipment, workspaces, and safety features for various disciplines such as physics, chemistry, and biology. Labs are essential for testing hypotheses, gathering data, and conducting controlled investigations.
A cutting-edge hub for technology enthusiasts, providing state-of-the-art facilities to explore, learn, and innovate in the dynamic world of Information and Communication Technology.
Connect with fellow graduates effortlessly through our concise and user-friendly platform, fostering a vibrant network of past and present members.